
এটিএম থেকে টাকা তোলা এখন আরও সহজ হয়ে গিয়েছে। এটিএম (ATM) নগদ তোলার সিস্টেমকে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল (ICCW)-এ আপগ্রেড করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা ডেবিট (Debit Credit) বা ক্রেডিট কার্ডের (Credit Card) পরিবর্তে UPI অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে নগদ তুলতে পারেন। ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা হল, এর ফলে কার্ড হারানো, ভুল পিন ও এটিএম কার্ড চুরির মতো ঘটনা এড়িয়ে যাওয়া যায়। কীভাবে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার না করে ATM থেকে টাকা তুলতে পারবেন জেনে নিন-
এটিএম কার্ড ছাড়া কীভাবে টাকা তোলা যায়:
তবে এই লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু জিনিসও মাথায় রাখতে হবে। কার্ড ছাড়া টাকা তোলার ক্ষেত্রে দৈনিক লেনদেনের একটি সীমা রয়েছে। প্রতিদিন আপনি এইভাবে ৫ হাজার টাকা তুলতে পারেন। কিছু ব্যাঙ্ক এই সীমা বাড়িয়ে ১০ হাজার করেছে এখন।