Most charitable man: দান করেছেন ৮২৯৭৩৪ কোটি টাকা! ইনি ‘দাতা কর্ণ’ নন, তবে এক ভারতীয়

Jan 13, 2024 | 7:07 AM

Most charitable man: এডেলগিভ ফাউন্ডেশন এবং হুরুন রিপোর্ট ২০২১-এর তালিকা অনুসারে এই ভারতীয়ই গত শতাব্দীতে বিশ্বের সবথেকে বড় দাতা ছিলেন। পাশাপাশি তাঁকে বিশ্বের সবথেকে বড় সমাজসেবী হিসেবেও মনোনীত করা হয়েছে। কে হতে পারে বলুন তো? মুকেশ অম্বানী, রতন টাটা, আজিম প্রেমজি নাকি শিব নাদার? না এঁদের কেউই নন।

Most charitable man: দান করেছেন ৮২৯৭৩৪ কোটি টাকা! ইনি ‘দাতা কর্ণ’ নন, তবে এক ভারতীয়
জামশেদজি টাটা (ফাইল ছবি)
Image Credit source: tata.com থেকে স্ক্রিনগ্র্যাব

Follow Us

কলকাতা: দান করেছেন ৮,২৯,৭৩৪ কোটি টাকা! এডেলগিভ ফাউন্ডেশন এবং হুরুন রিপোর্ট ২০২১-এর তালিকা অনুসারে এই ভারতীয়ই গত শতাব্দীতে বিশ্বের সবথেকে বড় দাতা ছিলেন। সবথেকে বেশি দাতব্য কাজের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তাঁকে বিশ্বের সবথেকে বড় সমাজসেবী হিসেবেও মনোনীত করা হয়েছে। কে হতে পারে বলুন তো? মুকেশ অম্বানী, রতন টাটা, আজিম প্রেমজি নাকি শিব নাদার? না এঁদের কেউই নন। এই ভারতীয় হলেন টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামসেদজি টাটা। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস।

গুজরাটে এক জরাথুস্ট্রিয়ান পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জামসেদজি টাটা। তখন তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর পরিবার পৌরহিত্য করত। জামসেদজি টাটা এই পারিবারিক ঐতিহ্য ভেঙে, তাঁদের পরিবারের প্রথম সদস্য হিসেব ব্যবসা শুরু করেন। হীরাবাও ডাবুকে বিয়ে করেছিলেন জামসেদজি টাটা। তাঁদের দুই ছেলে হলেন দোরাবজি টাটা এবং রতনজি টাটা। দুজনেই পরে তাঁর ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন।

জামসেটজি টাটার বেশিরভাগ অনুদান ছিল শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা খাতে। ১৮৯২ সালে তিনি তাঁর দাতব্য কর্মকাণ্ড শুরু করেছিলেন। ১৯০৪ সালে জামসেটজি টাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা এখন তাঁর জনহিতকর কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছেন। টাটা ছাড়াও, বিশ্বের সেরা ৫০ জন সমাজসেবীদের তালিকায় নাম রয়েছে আরও এক ভারতীয়র। তিনি উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। রিপোর্ট বলছে তিনি ২২ বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন।

Next Article