Yarn Trade War: ভারতের সুতোয় টান! কেন আমদানিতে শুল্ক বসাচ্ছে Bangladesh?

Bangladesh Yarn Import, Trade War: দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়া থেকে শুরু করে আইপিএল বিতর্ক, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলেনি। উল্টে ঢাকার অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতার সুর আরও চড়েছে। গত এপ্রিল মাস থেকেই স্থলপথে সুতো আমদানিতে একপ্রস্থ বাধা দিয়েছিল ঢাকা।

Yarn Trade War: ভারতের সুতোয় টান! কেন আমদানিতে শুল্ক বসাচ্ছে Bangladesh?
ভারতকে চোখ রাঙাচ্ছে ইউনূসের দেশ?Image Credit source: PTI

Jan 08, 2026 | 6:02 PM

বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক তিক্ততার রেশ এবার গড়াল সুতোর বাজার পর্যন্ত। জানা গিয়েছে ভারত থেকে আমদানি করা সুতোর উপর ১০ থেকে ২০ শতাংশ শুল্ক বসানর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ঢাকা।

কেন এই সংঘাত?

দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়া থেকে শুরু করে আইপিএল বিতর্ক, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলেনি। উল্টে ঢাকার অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতার সুর আরও চড়েছে। গত এপ্রিল মাস থেকেই স্থলপথে সুতো আমদানিতে একপ্রস্থ বাধা দিয়েছিল ঢাকা। এবার লক্ষ্য ভারতীয় বাজারকে সরাসরি শুল্কের ধাক্কা দেওয়া।

হিসেবটা বুঝে নিন

২০২৫ সালে ভারত মোট ৩.৫৭ বিলিয়ন ডলারের সুতো রপ্তানি করেছে। আপনি জানলে অবাক হবেন, তার প্রায় ৪৫.৯ শতাংশ একাই কিনেছে বাংলাদেশ। এখন যদি ২০ শতাংশ শুল্ক বসে, তবে কয়েক হাজার কোটি টাকার রপ্তানি মার খাবে।

কার ক্ষতি সবথেকে বেশি?

এক অর্থনৈতিক বিশ্লেষকের মতে, এর ফলে ভারতের বাজারে সুতোর বাড়তি জোগান তৈরি হবে। ফলে দাম পড়ে যাবে হুহু করে। এতে বড়সড় লোকসানের মুখে পড়বেন আমাদের তুলো চাষি ও মিল মালিকরা। আর এক বিশেষজ্ঞ বলছেন, ঢাকার এই সিদ্ধান্তে ভারতের রপ্তানি বাজারে বড়সড় ধস নামতে পারে।

ভবিষ্যৎ কী?

বাণিজ্যিক সংঘাত যে যুদ্ধের রূপ নিচ্ছে, তা স্পষ্ট। মে মাসে ভারতও বাংলাদেশের পোশাক আমদানিতে রাশ টেনেছিল। এখন দেখার, এই ‘সুতো-যুদ্ধে’ ভারতের পরবর্তী চাল কী হয়।