Yes Bank Profit Record: ‘ফিনিক্স পাখি’ ইয়েস ব্যাঙ্ক, আজ কি বিস্ফোরণ ঘটাবে এই শেয়ার?
Yes Bank: চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে আর্থিক লাভের রিপোর্ট পেশ করল ইয়েস ব্যাঙ্ক। তাতেই দেখা গিয়েছে,শেষ ত্রৈমাসিক ২৩১ কোটি টাকার মুনাফা করেছে ইয়েস ব্যাঙ্ক। রেকর্ড লাভ এটি, কারণ গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের লাভের অঙ্ক ছিল ৫১ কোটি টাকা।
মুম্বই: একেই বলে ঘুরে দাঁড়ানো। একসময়ে ডুবে গিয়েছিল ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)। সেই ধ্বংসস্তূপ থেকেই কার্যত ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াল বেসরকারি ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে আর্থিক লাভের রিপোর্ট পেশ করল ইয়েস ব্যাঙ্ক। তাতেই দেখা গিয়েছে,শেষ ত্রৈমাসিক ২৩১ কোটি টাকার মুনাফা করেছে ইয়েস ব্যাঙ্ক। রেকর্ড লাভ এটি, কারণ গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের লাভের অঙ্ক ছিল ৫১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইয়েস ব্যাঙ্কের লাভের অঙ্ক বেড়েছে চারগুণেরও বেশি। এর প্রভাব পড়তে পারে শেয়ার বাজারেও। সোমবার বাজার খুলতেই বাড়তে পারে ইয়েস ব্যাঙ্কের শেয়ার।
আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের এই বিপুল লাভের অন্যতম কারণ হল প্রভিশনের পতন। ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ইয়েস ব্য়াঙ্কের প্রভিশন ছিল ৫৫৫ কোটি টাকা। গত বছরই তৃতীয় ত্রৈমাসিকে এই অঙ্কটা ছিল ৮৪৪.৭ কোটি টাকা। তবে সেপ্টেম্বর ত্রৈমাসিকের তুলনায় প্রভিশন তুলনামূলকভাবে বেশি ছিল। দ্বিতীয় ত্রৈমাসিকে ইয়েস ব্য়াঙ্কের প্রভিশন ছিল ৫০০ কোটি।
ইয়েস ব্যাঙ্কের নেট প্রফিট বা লাভও তুলনামূলকভাবে বেশ কিছুটা বেড়েছে। এ বছরে লাভের অঙ্ক ১২৫৪ কোটি টাকা ছাড়িয়েছে। গত বছর লাভের পরিমাণ ছিল ১১১২ কোটি টাকা। ব্যাঙ্কের কোর আয় বা নেট ইন্টারেস্ট ইনকাম গত বছরের তুলনায় মাত্র ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বছরে আয় হয়েছে ২০১৬.৮ কোটি টাকা।
কর বাদ দিয়ে চলতি অর্থবর্ষের ডিসেম্বর মাস অবধি নয় মাসের নিরিখে ইয়েস ব্যাঙ্কের লাভ প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে । লাভ বেড়ে দাঁড়িয়েছে 799 কোটি টাকায়। সুদ থেকেও আয় বেড়েছে। ২.২ শতাংশ লাভ বেড়ে হয়েছে ৫৯৪২ কোটি টাকা।
ইয়েস ব্যাঙ্কের এই বিপুল লাভের প্রভাব পড়তে পারে শেয়ার বাজারেও। আজ শেয়ার বাজার খুলতেই চড়চড়িয়ে বাড়তে পারে শেয়ার দর। বর্তমানে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম রয়েছে ২৪ টাকা ৯০ পয়সা।