AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment Scheme: শুধু সুদ থেকেই ২ লক্ষ টাকা আয়! এই স্কিমে বিনিয়োগ করলে আর ভাবতে হবে না…

Post Office Scheme: সুরক্ষিত বিনিয়োগের জন্য অনেকেই এখনও চোখ বুজে পোস্ট অফিসের উপর ভরসা করেন। পোস্ট অফিসের একাধিক স্বল্প সঞ্চয় প্ল্যান রয়েছে, যেখানে ভাল সুদের হার পাওয়া যায়। এমনই একটি স্কিম হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম।

Investment Scheme: শুধু সুদ থেকেই ২ লক্ষ টাকা আয়! এই স্কিমে বিনিয়োগ করলে আর ভাবতে হবে না...
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Dec 15, 2025 | 12:52 PM
Share

নয়া দিল্লি: সুরক্ষিত ভবিষ্যতের জন্য শুধু অর্থ উপার্জনই নয়, টাকা সঞ্চয় করাও দরকার। বিনিয়োগ করতে চাইলেও অনেকেরই সংশয় থাকে কোন স্কিমে বিনিয়োগ করলে, ভাল রিটার্ন মিলবে, আবার আর্থিক ঝুঁকিও থাকবে না। অনলাইনে বিনিয়োগ করতে অনেকে ভয় পান। আবার ব্যাঙ্কে সুদের হার কম। তাহলে কোথায় টাকা রাখলে ভাল রিটার্ন মিলবে? সেই সন্ধানই রইল প্রতিবেদনে।

সুরক্ষিত বিনিয়োগের জন্য অনেকেই এখনও চোখ বুজে পোস্ট অফিসের (Post Office) উপর ভরসা করেন। পোস্ট অফিসের একাধিক স্বল্প সঞ্চয় প্ল্যান রয়েছে, যেখানে ভাল সুদের হার পাওয়া যায়। এমনই একটি স্কিম হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme)। বহুল জনপ্রিয় এই স্কিমে অল্প সময়ে বিনিয়োগ করেই ভাল রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি সুদ থেকেও টাকা উপার্জন হয়।  এটি সরকারি স্কিম হওয়ায়, কোনও ঝুঁকিও নেই।

যদি কেউ পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ৫ হাজার টাকা করে রাখেন, তাহলে ৮ লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ থেকেই ২ লক্ষ ৫৪ হাজার টাকা আয় হতে পারে। পোস্ট অফিসের আরডি স্কিমে বর্তমানে সুদের হার ৬.৭ শতাংশ। বার্ষিক হারে এই সুদ পাওয়া যায়।

কত টাকা আয় করবেন?

যদি কেউ প্রতি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ৫ বছর পর তা ম্য়াচিওর হবে। জমা অর্থের পরিমাণ হবে ৩ লক্ষ টাকা। এই জমা অর্থের উপরে ৬.৭ শতাংশ সুদের হারে মোট ৫৬ হাজার ৮৩০ টাকা পাবেন, অর্থাৎ পাঁচ বছরে মোট জমা অর্থের পরিমাণ হবে ৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা। 

যদি কেউ আরও পাঁচ বছরের জন্য আরডি স্কিমে বিনিয়োগ করেন, তাহলে ৬ লক্ষ টাকা জমা অর্থে সুদ পাবেন ২ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা। অর্থাৎ মোট জমা অর্থের পরিমাণ হবে ৮ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা।