
নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অর্থ সঞ্চয় জরুরি। তবে কোথায় টাকা রাখলে লাভ হবে, তা বুঝতে পারেন না অনেকেই। জনগণের সুবিধার জন্যই কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে, যেখানে টাকা রাখলে দারুণ রিটার্ন পাওয়া যায়। এমনই একটি প্রকল্প হল অটল পেনশন যোজনা। কী সুবিধা এই প্রকল্পের?
অটল পেনশন যোজনার অধীনে মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পেনশন পাওয়া যায়। ৬০ বছরের পরে এই পেনশন পাওয়া যাবে। কীভাবে এই প্রকল্পে টাকা রাখবেন, জেনে নিন-
দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই কেন্দ্রীয় প্রকল্প। ভারতীয় নাগরিকরা এই প্রকল্পে টাকা জমা করতে পারেন। এই প্রকল্প বৃদ্ধ বয়সে আর্থিক সহায়তা প্রদান করে। আপনি চাইলে অটল পেনশন যোজনায় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিকভাবে টাকা রাখতে পারে। ৬০ বছর পর জমা রাখা টাকা পেনশন হিসাবে পাবেন। জমা করা অর্থের উপর ভিত্তি করে আপনি ১০০০, ২০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
এই প্রকল্পে আপনি ১৮ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত টাকা রাখতে পারবেন। যদি আপনি ২৫ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন, তবে ৫০০০ টাকা পেনশন পাবেন। এর জন্য আপনাকে মাসে মাত্র ৩৭৬ টাকা করে জমা করতে হবে। ৩৫ বছর বিনিয়োগ করলে, আপনার জমা অর্থের পরিমাণ হবে ১ লক্ষ ৫৭ হাজার ৯২০ টাকা। অবসর গ্রহণের পর প্রতি মাসে আপনি ৫০০০ টাকা করে পেনশন পাবেন।