শুধু আধার কার্ড দেখিয়েই পেতে পারেন লোন, কীভাবে আবেদন করবেন, জেনে নিন

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 10, 2025 | 11:59 AM

Loan: মোট তিন ধাপে পাওয়া যায়। প্রথম ধাপে ব্যবসায়ীরা ১০ হাজার টাকার ঋণ পাবেন। যা ১২ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। পরের বার ২০ হাজার টাকার ঋণ পেতে পারেন। যদি সেই টাকাও নির্দিষ্ট সময়ে পরিশোধ করলে, তৃতীয় ধাপে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ব্যবসায়ীরা।

শুধু আধার কার্ড দেখিয়েই পেতে পারেন লোন, কীভাবে আবেদন করবেন, জেনে নিন
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: কোনও জমির দলিল বা নথি লাগবে না। শুধু আধার কার্ড দেখিয়েই পাওয়া যায় ঋণ। কেন্দ্রীয় সরকারই এই ঋণের সুবিধা দেয়। কারা কারা পান এই ঋণের সুবিধা? কী কী শর্তই বা রয়েছে, জেনে নিন বিস্তারিতভাবে-

করোনাকালে লকডাউনের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ছোট ব্যবসায়ী ও ফুটপাথের দোকানদাররা। তাদের আর্থিক সাহায্য করতেই করোনার তৃতীয় ঢেউয়ের সময় কেন্দ্রের তরফে চালু করা হয়েছিল আত্মনির্ভর নিধি যোজনা, যার অধীনে ৫০ হাজার টাকার ঋণ পাওয়া যায় সহজেই।

গ্রামীণ, শহরতলি ও শহরাঞ্চলের ছোট ব্যবসায়ীদের জন্য এই ঋণের সুবিধা দেওয়া হয়। এই ঋণ মোট তিন ধাপে পাওয়া যায়। প্রথম ধাপে ব্যবসায়ীরা ১০ হাজার টাকার ঋণ পাবেন। যা ১২ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। পরের বার ২০ হাজার টাকার ঋণ পেতে পারেন। যদি সেই টাকাও নির্দিষ্ট সময়ে পরিশোধ করলে, তৃতীয় ধাপে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ব্যবসায়ীরা।

কী কী শর্ত রয়েছে?

  • আবেদনকারীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
  • ৫০ হাজার টাকার ঋণ পাওয়ার জন্য আগের ধাপে ১০ হাজার, ২০ হাজার টাকার ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে হবে।
  • আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে।
  • আবেদনকারী যে এলাকায় ব্যবসা করেন, সেখানের বাসিন্দা হতে হবে।
  • এই ঋণ পরিশোধের জন্য ৩৬ মাস পর্যন্ত সময় পাওয়া যায়। এর জন্য কোনও গ্যারান্টার বা সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন পড়ে না।

কীভাবে আবেদন করবেন?

অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিতেই এই ঋণের জন্য আবেদন করা যায়। সরকারি ব্যাঙ্কে আধার কার্ড জমা রেখে পিএম আত্মনির্ভর নিধি যোজনায় আবেদন করা যায়। ই-কেওয়াইসি-র জন্য মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে।

Next Article