AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL: বাড়িতে বসে ১০ মিনিটের মধ্যে হাতে পেয়ে যাবেন সিম কার্ড, জেনে নিন পদ্ধতি

BSNL: বিএসএনএল অবশেষে সারা দেশে ১৫,০০০ নতুন 4G টাওয়ার স্থাপন করে উচ্চ গতির 4G পরিষেবা দিতে শুরু করেছে। এই পরিষেবায় সারা দেশে খুব দ্রুত ইন্টারনেট সরবরাহ করা যাবে।

BSNL: বাড়িতে বসে ১০ মিনিটের মধ্যে হাতে পেয়ে যাবেন সিম কার্ড, জেনে নিন পদ্ধতি
| Updated on: Aug 13, 2024 | 5:43 AM
Share

নয়া দিল্লি: জিও (Jio), এয়ারটেল (Airtel)-এর মতো সংস্থাকে কার্যত প্রতিযোগিতার মুখে ফেলে দিচ্ছে বিএসএনএল। ইতিমধ্যেই বিএসএনএল-এর টাওয়ারগুলির আপগ্রেডেশন সম্পন্ন হয়েছে। এবার 5G পরিষেবা চালু করার পরিকল্পনা করছে সরকারি ওই টেলিকম সংস্থা। এবার গ্রাহকের জন্য একটা বড় সুযোগ আনছে বিএসএনএল(BSNL)।

মাত্র ১০ মিনিটের বাড়িতে পৌঁছে যাবে সিম কার্ড। অনলাইনে BSNL 4G সিম অর্ডার করতে পারেন। তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই।

সরকারি টেলিকম সংস্থা অন্যান্য সংস্থাগুলির মতো এখনও কোনও শুল্ক বৃদ্ধি না করায় সম্প্রতি, জিও এবং এয়ারটেলের মতো মোবাইল নেটওয়ার্কের অনেক গ্রাহক BSNL-এর দিকে ঝুঁকেছেন।

বিএসএনএল অবশেষে সারা দেশে ১৫,০০০ নতুন 4G টাওয়ার স্থাপন করে উচ্চ গতির 4G পরিষেবা দিতে শুরু করেছে। এই পরিষেবায় সারা দেশে খুব দ্রুত ইন্টারনেট সরবরাহ করা যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, অক্টোবরের শেষের দিকে প্রায় ৮০,০০০ টাওয়ার স্থাপন করা হবে এবং বাকি ২১,০০০ টাওয়ার বসানো হবে ২০২৫ সালের মধ্যে।

টেলিকম সংস্থার ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, বিএসএনএল একটি সংস্থার সঙ্গে যৌথভাবে বাড়িতে সিম কার্ড সরবরাহ করা শুরু করেছে। আগে অন্যান্য মোবাইল কোম্পানি এই কাজ করত, কিন্তু এখন বিএসএনএলও এই সুবিধা চালু করেছে।

https://prune.co.in/- এই ওয়েবসাইটে লগ ইন করুন। সেখানে সিম কার্ড কিনুন। এরপর দেশ হিসেবে ভারত ও নেটওয়ার্ক হিসেবে বিএসএনএল-এর উল্লেখ করুন। এবার নাম, ঠিকানা, ইমেইল আইডি দিয়ে দিলেই পৌঁছে যাবে সিম কার্ড।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)