Share Market: সামনেই বাজেট, লাভের মুখ দেখতে নজরে রাখতে পারেন এই শেয়ারগুলি

Share Market: তালিকায় যেমন আছে ওএনজিসি-র শেয়ার, তেমনই আছে কোল ইন্ডিয়ার শেয়ার। গত বছর বিনিয়োগকারীদের ভাল লাভ দিকে দেখা গিয়েছে Indian Railway Finance Corp Ltd এর শেয়ারকে।

Share Market: সামনেই বাজেট, লাভের মুখ দেখতে নজরে রাখতে পারেন এই শেয়ারগুলি
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 4:44 PM

কলকাতা: সামনেই বাজেট। ফেব্রুয়ারির শুরুতে অন্তর্বতী বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কয়েকদিন পরেই আবার লোকসভা ভোট। সলতে পাকানোর কাজটাও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। শাসক থেকে বিরোধী, কোমর বেঁধে শেষবেলার প্রচারে নেমে পড়েছে সব দলই। তাই এবারের বাজেট আগের থেকেও অনেক বেশি জনমুখী হবে বলে মত ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের। একদিকে যেমন জোর দেওয়া হতে পারে রেলের সামগ্রিক উন্নতির উপরে, তেমনই আবার জোর দেওয়া হতে পারে কৃষি খাতের উন্নতির দিকেও। পিএম কৃষাণ স্কিমের মতো সরকারি প্রকল্পগুলিতে বরাদ্দ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে থাকা মহিলাদের বার্ষিক অর্থ প্রদানের পরিমাণও বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে বাজেট পেশের পরেই নতুন উদ্যোমে ঘুরে দাঁড়াতে পারে বেশ কিছু শেয়ার। বড় লাভ দিতে পারে সরকারি অধীনস্থ সংস্থাগুলির স্টকগুলি। এমনটাই মত বাজার বিশেষজ্ঞদের একাংশের। 

তালিকায় যেমন আছে ওএনজিসি-র শেয়ার, তেমনই আছে কোল ইন্ডিয়ার শেয়ার। গত বছর বিনিয়োগকারীদের ভাল লাভ দিকে দেখা গিয়েছে Indian Railway Finance Corp Ltd এর শেয়ারকে। নতুন বছরের শুরু থেকেও সেই ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে স্টকটির দাম ১১৩ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। নজরে রয়েছে Rail Vikas Nigam Ltd. গত বছর থেকে ভাল লাভ দিচ্ছে এই সংস্থার শেয়ারও। বর্তমানে দাম ২০০ টাকার গণ্ডি পার করে ফেলেছে। 

গ্রাফ উপরের দিকে রয়েছে Steel Authority of India Ltd-র। বর্তমানে দাম ঘোরাফেরা করছে ১১৫ টাকার ঘরে। ভাল লাভ দিচ্ছে Gail (India) Ltd এর শেয়ারও। এই স্টকটির দামও ঘোরাফেরা করছে ১৬২ টাকার ঘরে। কোল ইন্ডিয়ার স্টকের দাম বর্তমানে একটু নামলেও শীঘ্রই তা আবার উপরের দিকে যেতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। দাম ঘোরাফেরা করছে ৩৮০ টাকার ঘরে। ৩০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে NTPC Ltd এর শেয়ার দরও। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্থাগুলি ছাড়াও বাজেট পেশের পর ভাল লাভ দিতে পারে রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্কগুলির শেয়ারও। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।