আপনার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এখন থেকেই সাবধান হোন। নয়ত ১ মে থেকে অতিরিক্ত টাকা খসতে পারে পকেট থেকে। সেভিংসে যথেচ্ছ পরিমাণ টাকা না থাকলে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ফ্যাসাদে পড়তে পারেন পিএনবি গ্রাহকরা। এর জন্য অতিরিক্ত ১০ টাকা করে চার্জ করা হবে ব্যাঙ্কের তরফে। এর উপর রয়েছে জিএসটি। ১ মে থেকে ATM দিয়ে টাকা তোলার ক্ষেত্রে PNB-র এই নয়া পলিসি নিয়ে সতর্ক থাকতে হবে গ্রাহকদের।
সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স:
PNB-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, সেভিংস অ্য়াকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকা অবস্থায় ATM দিয়ে টাকা তুললে ১০ টাকা অতিরিক্ত চার্জ ধার্য করা হবে। এর উপর থাকবে জিএসটি চার্জ।
PNB-তে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ:
শহরের কোনও শাখায় সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেখানে ন্যূনতম ১০ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে।
শহরতলির শাখায় ৫ হাজার টাকা রাখতে হবে।
আর গ্রামীণ শাখায় ২,৫০০ টাকা রাখতে হবে।
ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড ইস্যু করার জন্যও বার্ষিক ফি বাড়ানোর পরিকল্পনা করছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এছাড়াও POS ও ডেবিট কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেনের ক্ষেত্রেও ইন্ট্রোডিউসিং চার্জও বাড়াতে পারে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তাই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের এই পলিসি পরিবর্তন সম্বন্ধে অবগত থাকতে হবে। নয়ত আর্থিক ক্ষতি হতে পারে।
প্রসঙ্গত, ব্যাঙ্কের পরিষেবা অপারেশন আরও উন্নত করতেই এই নয়া পলিসি কার্যকর করার পথে হাঁটছে এই ব্যাঙ্ক। যেখানে গ্রাহকদের সন্তুষ্টিকেও মাথায় রাখা হচ্ছে। তাই গ্রাহকদের এই নয়া পলিসি সম্বন্ধে আপডেট থাকার জন্য ব্য়াঙ্কের ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে। বা সরাসরি ব্যাঙ্কের সঙ্গেই যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।