Vande Bharat Sleeper Train: বন্দে ভারত স্লিপার ট্রেনে টিকিট ক্যানসেল করলে রিফান্ড পাবেন না? রয়েছে একটা শর্ত…
Ticket Cancellation Rules: জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে কোনও ভিআইপি কোটা থাকবে না। তবে মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণ থাকবে। বিশেষভাবে সক্ষম, প্রবীণ নাগরিকদের জন্য কোটা বা সংরক্ষণ থাকবে। ডিউটি পাসেও এই ট্রেনে ভ্রমণ করা যাবে।

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়ে গিয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনের। প্রথম দিন থেকেই দারুণ সাড়া মিলছে। বন্দে ভারত স্লিপারের বিশেষত্ব, ভাড়া, টিকিটের নিয়ম নিয়েও সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। ইতিমধ্য়েই জানা গিয়েছে যে বন্দে ভারত স্লিপারে থাকবে না কোনও আরএসি (RAC) টিকিট। এবার বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট ক্যানসেলেশন নিয়মেও বদল আনল।
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, যদি ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা বা তার আগে টিকিট বাতিল করা হয়, তাহলে টিকিটের ২৫ শতাংশ দাম কেটে নেওয়া হবে। বাকি মূল্য ফেরত দেওয়া হবে।
যদি ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হয়, তাহলে টিকিটের দামের ৫০ শতাংশ কেটে নেওয়া হবে ক্যানসেলেশন চার্জ বাবদ।
যদি ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময়ে টিকিট বাতিল করা হয়, তাহলে কোনও রিফান্ড পাওয়া যাবে না।
রেলের তরফে এও জানানো হয়েছে যে যদি ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আট ঘণ্টা আগে টিকিট ডিপোজিট রিসিট বা টিডিআর (TDR) অনলাইনে জমা না করা হয়, তাহলে কোনও রিফান্ড পাওয়া যাবে না।
বন্দে ভারত স্লিপার ট্রেনে ন্যূনতম ৪০০ কিলোমিটার ভাড়া ধরা হবে। আরএসি-র কোনও নিয়ম নেই। এই ট্রেনে শুধুমাত্র কনফার্ম টিকিটই পাওয়া যাবে।
পাশাপাশি জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে কোনও ভিআইপি কোটা থাকবে না। তবে মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণ থাকবে। বিশেষভাবে সক্ষম, প্রবীণ নাগরিকদের জন্য কোটা বা সংরক্ষণ থাকবে। ডিউটি পাসেও এই ট্রেনে ভ্রমণ করা যাবে।
বন্দে ভারত স্লিপারের পাশাপাশি অমৃত ভারত এক্সপ্রেসেও কোনও আরএসি টিকিট থাকবে না। ন্যূনতম ২০০ কিলোমিটার দূরত্বের ভাড়া দিতে হবে এই ট্রেনে সফর করলে।
