AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেড়েছে CIBIL Score! তাহলেই কমে যাবে আপনার Loan-এর EMI, কী বলছে Reserve Bank Of India?

Reserve Bank Of India, CIBIL Score: কমে যাবে আপনার ইএমআই। কী এমন হল? আসলে সমাধান লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত সিবিল স্কোরের মধ্যে। অক্টোবরের ১ তারিখ থেকে কার্যকর হওয়া রিজার্ভ ব্যাঙ্কের একটি সার্কুলার এই সুযোগ নিয়ে এসেছে।

বেড়েছে CIBIL Score! তাহলেই কমে যাবে আপনার Loan-এর EMI, কী বলছে Reserve Bank Of India?
সিবিল কমলেই কমবে ঋণের সুদের হার!Image Credit: Getty Images
| Updated on: Nov 07, 2025 | 10:53 AM
Share

আপনার কি প্রতি মাসে মোটা অঙ্কের হোম লোন বা গাড়ি লোনের ইএমআই দিতে হচ্ছে? তাহলে আপনার জন্য একটা দারুণ খবর আছে। না না, রেপো রেট কিন্তু কমেনি। আবার নতুন কোনও ইএমআই স্কিমও নিয়ে আসেনি কোনও ব্যাঙ্ক। তাও কমে যাবে আপনার ইএমআই। কী এমন হল? আসলে সমাধান লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত সিবিল স্কোরের মধ্যে। অক্টোবরের ১ তারিখ থেকে কার্যকর হওয়া রিজার্ভ ব্যাঙ্কের একটি সার্কুলার এই সুযোগ নিয়ে এসেছে।

সিবিল স্কোরে বদল কীভাবে কমাবে ঋণ?

সিবিল স্কোর আসলে আপনার আর্থিক বিশ্বাসের পরিমাপ। ৩০০ থেকে ৯০০-এর মধ্যে এই স্কোর কাউন্ট করা হয়। এই স্কোর যত বেশি হবে, তত কম সুদে ব্যাঙ্ক আপনাকে ঋণ দেবে। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, ব্যাঙ্ক একবার ঋণের সুদের হার নির্ধারণ করলে, আগামী তিন বছরের জন্য তা অপরিবর্তিত রাখতে পারত।

রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকা কী বলছে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মাসের ১ অক্টোবর থেকে ওই তিন বছরের লক-ইন পিরিয়ড তুলে দিয়েছে। লোনের সুদের হার দু’টি অংশ দিয়ে তৈরি: প্রথমটি হল RBI-এর বেঞ্চমার্ক রেট। আর দ্বিতীয়টি হল ব্যাঙ্কের ‘স্প্রেড’। স্প্রেড হল সেই অতিরিক্ত অংশ, যা ব্যাঙ্ক আপনার CIBIL স্কোর এবং ঝুঁকির ভিত্তিতে যোগ করে। আগে এই অংশটি সহজে পরিবর্তন করা যেত না। কিন্তু এখন আর সেই বাধা রইল না।

আপনি কীভাবে আপনার EMI কমাবেন?

যদি আপনার সিবিল স্কোর আগের তুলনায় ভাল হয়ে গিয়ে থাকে তাহলে আপনি সরাসরি আপনার ব্যাঙ্কের সাথে কথা বলতে পারেন। ধরুন, আপনি সম্প্রতি পুরোনো কোনও লোন শোধ করেছেন বা ক্রেডিট কার্ডের বকেয়া মিটিয়ে দিয়েছেন, এমন হলে সিবিল আগের তুলনায় কিছুটা হলেও বেড়ে যায়। আপনি আপনার নতুন এই ক্রেডিট প্রোফাইল দেখিয়ে স্প্রেড কমানোর অনুরোধ করতে পারেন।

আপনার আবেদনে যদি ব্যাঙ্ক প্রথমে রাজি না হয় তাহলে আপনি রিজার্ভ ব্যাঙ্কের নতুন এই সার্কুলারটি দেখান। কারণ, এই সার্কুলার অনুযায়ী আপনার সিবিল ভাল হয়ে গেলে ব্যাঙ্ক ওই স্প্রেড কমাতে বাধ্য। এর ফলে, আপনার লোনের সুদের হার কমে যাবে। একই সঙ্গে কমবে আপনার ইএমআইও।