নতুন বছরেই পকেট ফাঁকা, একধাক্কায় বাড়তে চলেছে Jio, Airtel ও Vi-এর রিচার্জের খরচ!

Jio, Airtel, and Vodafone-Idea: একাধিক সূত্র মারফত খবর যে দেশের প্রায় সব টেলিকম অপারেটেররাই তাদের প্রিপেড ও পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। এ ছাড়াও অনেক সংস্থা কিন্তু ইতিমধ্যেই তাদের কম খরচের প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছে।

নতুন বছরেই পকেট ফাঁকা, একধাক্কায় বাড়তে চলেছে Jio, Airtel ও Vi-এর রিচার্জের খরচ!
আবার মধ্যবিত্তর পকেটে কোপ!

Dec 22, 2025 | 6:48 PM

নতুন বছর আসতে আর খুব বেশি দিন বাকি নেই। আর এবার নতুন বছরের আনন্দের সঙ্গে যুক্ত হবে আরও একটা জিনিস। সেটা হল রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি। আজকের যুগে বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করে। আর সেই স্মার্টফোন কিন্তু নেট ছাড়া প্রায় অচল। আর এবার সেই ফোনকে চালু রাখতেই যেন হিমিশিম খেয়ে যাবে দেশের মধ্যবিত্তরা। কিন্তু কেন? কারণ, আগামী কয়েক দিন পরই রিচার্জের দাম বাড়াতে পারে জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার মতো প্রথম সারির টেলিকম সংস্থাগুলো।

একাধিক সূত্র মারফত খবর যে দেশের প্রায় সব টেলিকম অপারেটেররাই তাদের প্রিপেড ও পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। এ ছাড়াও অনেক সংস্থা কিন্তু ইতিমধ্যেই তাদের কম খরচের প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছে। আর তার ফলে, আগামীতে বেশি টাকা খরচ করেই মোবাইল রিচার্জ করা ছাড়া সাধারণের কাছে আর কোনও বিকল্প রইল না। কোনও রিচার্জ প্ল্যানের দাম যদি ৫০০ টাকা হয়, তবে তার ২০ শতাংশ দাম বাড়ার পর সেই প্ল্যান গিয়ে দাঁড়াবে ৬০০ টাকায়। ফলে, একই রিচার্জের জন্য খরচ লাফিয়ে বাড়বে অনেকটাই।

গত কয়েক বছরে মোবাইল রিচার্জের দাম বেড়েছে লাফিয়ে। গত ৭ বছরে ৩ বার বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম। ২০১৯ সালে প্রায় ৩০ শতাংশ বেড়েছিল রিচার্জ প্ল্যানের দাম। ২০২১ সালে তা বৃদ্ধি পায় ২০ শতাংশ। আবার ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়েছিল ১৫ শতাংশ। আজকের দিনে ইন্টারনেট ছাড়া চলা যে কোনও সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। ইউপিআই বা ব্যাঙ্কের যে কোনও কাজ, কোথাও যেতে হলে গুগল ম্যাপ, সবেতেই প্রয়োজন ইন্টারনেট। আর এবার সেই রিচার্জ প্যাকের দাম বাড়ায় বেশ চিন্তায় দেশের সাধারণ মানুষ।