Agniveer: সেনাবাহিনীতে স্থায়ী পদে আরও বেশি সংখ্যক অগ্নিবীর নিয়োগের পরিকল্পনা, কীভাবে জানুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 10, 2023 | 1:38 AM

Indian Army: অগ্নিবীরদের স্থায়ী ক্যাডারে অন্তভুক্ত করার সীমা বাড়ানোর পাশাপাশি বয়সসীমা বাড়ানোর কথাও বিবেচনা করা হচ্ছে। অগ্নিবীরদের বয়সসীমা ২১ বছর থেকে ২৩ বছর করার চিন্তা-ভাবনা চলছে।

Agniveer: সেনাবাহিনীতে স্থায়ী পদে আরও বেশি সংখ্যক অগ্নিবীর নিয়োগের পরিকল্পনা, কীভাবে জানুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: যুবদের অনেকেরই ভারতীয় সেনাবাহিনীতে সামিল হয়ে দেশের সেবা করার ইচ্ছা থাকে। কিন্তু, অধিকাংশেরই নানান কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। তাঁদের সুযোগ দিতে অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছিল নরেন্দ্র মোদীর সরকার। এই প্রকল্পের অধীনে নিযুক্ত অগ্নিবীর (Agniveer)-রা চুক্তির ভিত্তিতে সাময়িকভাবে দেশ সেবা করার সুযোগ পাচ্ছেন। এবার অগ্নিবীরদের স্থায়ী সেনা হিসাবে সুযোগ দিতে চলেছে মোদী সরকার। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ৫০ শতাংশ অগ্নিবীরকে শীঘ্রই স্থায়ী ক্যাডারে যোগদানের সুযোগ দেওয়া হবে। সেনাবাহিনী গোটা বিষয়টি বিবেচনা করছে। এর ফলে ভারতীয় সেনাবাহিনীতে সেনা ঘাটতি শীঘ্রই পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

অগ্নিপথ প্রকল্পের অধীনে বর্তমান নিয়ম অনুসারে, অগ্নিবীরদের মাত্র ২৫ শতাংশকে স্থায়ী ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। সেই সংরক্ষণ এবার বর্ধিত হতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রতিরক্ষা মন্ত্রকের এক সিনিয়ার কর্মকর্তা বলেছেন যে, ৫০ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী ক্যাডারে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রতি বছর প্রায় ৬০ হাজার সেনা বাহিনী থেকে অবসর গ্রহণ করে।

বয়সসীমা বাড়ানো যেতে পারে

২০২২-এর ১৪ জুন সরকার চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে সেনা নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল। এর জন্য বয়সসীমা ছিল সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর। এবার অগ্নিবীরদের স্থায়ী ক্যাডারে অন্তভুক্ত করার সীমা বাড়ানোর পাশাপাশি বয়সসীমা বাড়ানোর কথাও বিবেচনা করা হচ্ছে। অগ্নিবীরদের বয়সসীমা ২১ বছর থেকে ২৩ বছর করার চিন্তা-ভাবনা চলছে।

প্রসঙ্গত, অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ার অধীনে, সেনাবাহিনী এখনও পর্যন্ত দুটি ব্যাচে ৪০ হাজার অগ্নিবীর নিয়োগ করেছে। প্রথম ব্যাচটি গত ডিসেম্বরের প্রথমার্ধে এবং দ্বিতীয় ব্যাচটি চলতি বছরের ফেব্রুয়ারিতে নিযুক্ত হয়। সেনা, নাবিক এবং বিমানবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা হবে।

Next Article