India Post Recruitment 2022: ৯৮ হাজার শূন্যপদ, ভারতীয় পোস্ট অফিসে চাকরির বড় সুযোগ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 18, 2022 | 1:00 AM

recruitment; এর মাধ্যমে দেশের ২৩টি সার্কেলে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে।

India Post Recruitment 2022: ৯৮ হাজার শূন্যপদ, ভারতীয় পোস্ট অফিসে চাকরির বড় সুযোগ
ফাইল ছবি

Follow Us

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে যাঁরা চাকরির সন্ধান করছেন, তাদের জন্য বড় সুযোগ ভারতীয় পোস্ট অফিসের। পোস্টম্যান, মেলগার্ড ও অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। indiapost.gov.in ওয়েবসাইট থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। সব মিলিয়ে মোট ৯৮ হাজার ৮৩টি পদে কর্মী নিয়োগ করা হবে। এর মাধ্যমে দেশের ২৩টি সার্কেলে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। পোস্টম্যান পদে ৫৯,০৯৯টি, মেলগার্ড পদে ১৪৪৫টি এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে ৩৭,৫৩৯টি কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জেনে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: সাধারণভাবে এই পদগুলিতে আবেদনের জন্য দশম শ্রেণি পাস হলেই চলবে। তবে বেশ কিছু পদের জন্য উচ্চমাধ্যমিক পাস হওয়াও প্রয়োজন।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর বয়সীরা এই পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি

  1. প্রথমেই আপনাকে indiapost.gov.in ওয়েবসাইটে চলে যেতে হবে।
  2. সেখানে গিয়ে recruitment-এ ক্লিক করতে হবে।
  3. এবার আপনি কোন পদে আবেদন করবেন তা বেছে নিন।
  4. নিজের অ্যাকাউন্টে সাইন আপ করে নিন।
  5. এবার আবেদনপত্র পূরণ করুন।
  6. আবেদনপত্র জমা দিয়ে আবেদন ফি জমা দিতে হবে।
  7. ফর্ম ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করিয়ে নিন।
  8. বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন
Next Article