Bhopal AIIMS: ভোপাল এমসে ৩৫৭ পদে নিয়োগ, শুরু হয়েছে আবেদন গ্রহণ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 31, 2023 | 6:30 AM

এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক পদের জন্য এই নিয়োগ করা হবে। কোন পদের জন্য কী রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত পদে বেতন কাঠানো কী রকম হবে, কীভাবে নিয়োগের জন্য আবেদন করতে তার বিস্তারিত উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

Bhopal AIIMS: ভোপাল এমসে ৩৫৭ পদে নিয়োগ, শুরু হয়েছে আবেদন গ্রহণ
এমস ভোপাল
Image Credit source: facebook

Follow Us

ভোপাল: ৩৫৭টি নন ফ্যাকাল্টি পদে নিয়গ করবে এমস ভোপাল। ইতিমধ্যেই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক পদের জন্য এই নিয়োগ করা হবে। কোন পদের জন্য কী রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত পদে বেতন কাঠানো কী রকম হবে, কীভাবে নিয়োগের জন্য আবেদন করতে তার বিস্তারিত উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

এমস ভোপালের হাসপাতাল অ্যাটেন্ড্যান্ট পদে গ্রেড-৩ পদে ১০৬ জন, ল্যাব অ্যাটেন্ড্যান্ট গ্রেড ৩ পদে ৪১ জন, মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান পদে ৩৮ জন, ফার্মাসিস্ট গ্রেড ২ পদে ২৭ জন, ওয়্যারম্যান পদে ২০ জন, স্যানিটারি ইনস্পেক্টর গ্রেড ৩ পদে ১৮ জন, প্লাম্বার পদে ১৫ জন, আর্টিস্ট (মডেলার) পদে ১৪ জন, ক্যাশিয়ার পদে ১৩ জন, লিফ্ট অপারেটর পদে ১২ জন, জুনিয়র মেডিক্যাল রেকর্ড অফিসার পদে ৫ জন এবং আরও বেশ কয়েকটি পদের জন্য নিয়োগ করবে। এই সব পদে আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

২৭ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। অনলাইনে এই পদের জন্য আবেদন করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি

Next Article