AIIMS Recruitment: পাশের রাজ্যে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে একাধিক পদে নিয়োগ, ইমেলেই করা যাবে আবেদন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 10, 2022 | 1:10 AM

ওড়িশার ভুবনেশ্বর এইমসে কর্মী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ফিল্ড অ্যাটেনডেন্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে।

AIIMS Recruitment: পাশের রাজ্যে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে একাধিক পদে নিয়োগ, ইমেলেই করা যাবে আবেদন
ছবি: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অথাবা এইমসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ওড়িশার ভুবনেশ্বর এইমসে কর্মী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ফিল্ড অ্যাটেনডেন্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। পদগুলিতে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

ফিল্ড অ্যাটেন্ড্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৫,৮০০ টাকা

ল্যাব টেকনিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে।

বেতন: ১৮ হাজার টাকা

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বেতন: প্রতিমাসে ৩১ হাজার টাকা

আবেদন পদ্ধতি: আবেদনপত্র পূরণ করে তা স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করে sescmfm.aiims@gmail.com আইডিতে ইমেল মারফত আবেদন পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদনপত্র ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন

Next Article