
নয়া দিল্লি: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর দেওঘর শাখায় ৯১টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২৭ অক্টোবর, ২০২৩ থেকে শুরু হয়েছিল। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ নভেম্বর, ২০২৩। আগ্রহী যে সমস্ত প্রার্থী এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, তাঁরা শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইট aiimsdeoghar.edu.in-এর মাধ্যমে অনলাইন আবেদন করুন।
শূন্যপদের বিবরণ
হাসপাতাল অ্যাটেনডেন্ট- ৪০টি পদ
ল্যাব অ্যাটেনডেন্ট- ৮টি পদ
স্টোর কিপার- ৬টি পদ
ল্যাব টেকনিশিয়ান- ৫টি পদ
ফার্মাসিস্ট গ্রেড ||- ৫টি পদ
অফিস সহকারী- ৫টি পদ
জুনিয়র ওয়ার্ডেন- ৪টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার- ৩টি পদ
গ্রন্থাগারিক- ৩টি পদ
জুনিয়র অ্যাকাউন্ট অফিসার- ২টি পদ
হোস্টেল ওয়ার্ডেন- ২টি পদ
ক্যাশিয়ার- ২টি পদ
সহকারী প্রশাসনিক কর্মকর্তা- ১টি পদ
চিকিৎসা সমাজকর্মী- ১টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/টেকনিশিয়ান- ১টি পদ
আবেদন ফি
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) দেওঘর শাখার নন-ফ্যাকাল্টি সহ বিভিন্ন পদের জন্য সাধারণ, ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদন ফি ১৫০০ টাকা দিতে হবে। এছাড়া তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের প্রার্থীদের আবেদন ফি ১২০০ টাকা রয়েছে। এছাড়া মহিলা প্রার্থী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া
গ্রুপ বি এবং গ্রুপ সি পদের প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (সিবিটি) মাধ্যমে নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই করা হবে। জাল নথি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট aiimsdeoghar.edu.in দেখতে পারেন।