নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে এইমস। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স নগপুরের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মোট ৬৮টি নন-ফ্যাকাল্টি পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এইমস নাগপুরের অফিসিয়াল ওয়েবসাইট aiimsnagpur.edu.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
এইমস নাগপুরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ এ, বি ও সি-তে মোট ৬৮টি পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটিই নন-ফ্যাকাল্টি পদ। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সী হতে হবে।
বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে। দ্বাদশ শ্রেণি পাশ থেকে বিএসসি, এমএসসি ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট ও ইন্টারভিউ- এই ধাপে পরীক্ষার মাধ্যমে যোগ্যপ্রার্থীদের বেছে নেওয়া হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য জেনারেল, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও ওবিসি শ্রেণিকে ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। জনজাতি-উপজাতিকে ৮০০ টাকা ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।