পুজোর আগেই চওড়া হাসি চাকরি প্রার্থীদের মুখে। রাজ্যে একাধিক শূন্যপদে অঙ্গলওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
হগলি সাব ডিভিশনাল অফিস (Sub Divisional Office, Hooghly)
পদের নাম :
অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল :
হুগলির বিভিন্ন এলাকায় নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা :
মোট ৫২৫ টি পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে হুগলি সদর সাব-ডিভিশনে রয়েছে ২১৭ টি শূন্যপদ। চন্দননগর সাব-ডিভিশনে ১২০ টি, আরামবাগ সাব-ডিভিশনে ৯৮ টি ও শ্রীরামপুর সাব-ডিভিশনে ৯০ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি পাস করতে হবে।
বয়সসীমা :
উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য :
এই পদে আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না।
নির্বাচনের পদ্ধতি :
লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
বেতন :
মাস গেলে পাবেন ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা।
আবেদনের শেষ তারিখ :
১৫ তারিখ অবধি করা যাবে আবেদন।
কীভাবে আবেদন করবেন?
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট :
নিয়োগের বিজ্ঞপ্তি :
হুগলি-সদর – ক্লিক করুন
চন্দননগর – ক্লিক করুন
আরামবাগ- ক্লিক করুন
শ্রীরামপুর – ক্লিক করুন
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন