NICL Recruitment 2024: বিমা সংস্থা ২৭৪ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ, চলছে আবেদন

২ জানুয়ারি থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম নাম নথিভুক্ত (রেজিস্ট্রেশন) করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে আবেদনের বাকি ফর্ম ফিল আপ করতে হবে।

NICL Recruitment 2024: বিমা সংস্থা ২৭৪ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ, চলছে আবেদন
প্রতীকী ছবি

Jan 09, 2024 | 8:45 AM

নয়াদিল্লি: ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (NICL) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে ২৭৪ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। এই পদে চাকরি পেতে আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তার পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

২ জানুয়ারি থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম নাম নথিভুক্ত (রেজিস্ট্রেশন) করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে আবেদনের বাকি ফর্ম ফিল আপ করতে হবে। তা সম্পূর্ণ হলে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পরই আবেদন সম্পূর্ণ হবে। এর পর আবেদনের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

এই পদে আবেদনের জন্য সাধারণ ক্যাটিগরির পরীক্ষার্থীদের ১০০০ টাকা ফি জমা দিতে হবে। তবে এসসি, এসটি ক্যাটিগরির পরীক্ষার্থীদের ফি লাগবে ২৫০ টাকা। লিখিত পরীক্ষার ২ ভাগে হবে। প্রিলিমিনারি এবং মেন। কবে এই পরীক্ষা নেওয়া হবে, তা পরবর্তী কালে জানিয়ে দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য ক্লিক করুন এই লিঙ্কে