কলকাতা: ব্যাঙ্ক আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সঞ্চয় হোক বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা অথবা ব্যবসার কারণে টাকা লেনদেন করতে ব্যাঙ্কের অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আমাদের দেশে প্রচুর মানুষ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে চাকরি করেন। সরকারি ব্যাঙ্কে চাকরি করলে মোটা বেতনের পাশাপাশি নানা সুযোগ সুবিধা মেলে। অনেক চাকরি প্রার্থী ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নেন এবং নিয়মিত ব্যাঙ্কের পরীক্ষায় বসেন। ব্যাঙ্কে চাকরি করতে যারা আগ্রহী তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্ক আগে এলাহাবাদ ব্যাঙ্ক নামে পরিচিত ছিল। এই ব্যাঙ্ক দেশের সবথেকে প্রাচীন ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম। সেই ব্যাঙ্কেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ব্যাঙ্কে ক্লার্ক ও অফিসার জেএমজি স্কেল ১ লেভেল পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ১৪ মে, ২০২২। সাধারণ আবেদনকারীদের ৪০০ টাকা আবেদন ফি ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। কোন পদে আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এক নজরে দেখে নেওয়া যাক….
ক্লার্ক পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে।
বয়সসীমা: ০১/০১/২০২২ এর হিসেবে আবেদনকারী বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন: এই পদের জন্য প্রতি মাসে ১৭,৯০০/- থেকে ২০,৯০০/- টাকা করে বেতন মিলবে।
অফিসার জেএমজি স্কেল ১ পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে।
বয়সসীমা: ০১/০১/২০২২ এর হিসেবে আবেদনকারী বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন: এই পদের জন্য প্রতি মাসে ৩৬,০০০/- থেকে ৪৬,৪৩০/- টাকা করে বেতন দেওয়া হবে ।
কী ভাবে আবেদন করবেন?
ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সঠিক তথ্য পূরণ করে, প্রয়োজনীয় নথি আপলোড করে, আবেদন ফি জমা দিলেই হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।