দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মিরান্ডা হাউজ কলেজে শিক্ষক পদে ৭৮ জনকে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থী, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা এই পদগুলির জন্য আবেদন করতে পারেবন। ১৮ অক্টোবর অবধি এই পদে আবেদন করা যাবে।
দিল্লি বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.in অথবা মিরান্ডা হাউজ কলেজের ওয়েবসাইট www.mirandahouse.ac.in থেকে এই পদগুলির জন্য আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে তবেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে।
কোন কোন বিষয়ে কতগুলি শূন্যপদ?
বাংলা- ০৩
উদ্ভিদবিদ্যা- ০৪
রসায়ন- ০৮
কম্পিউটার সায়েন্স- ০৩
অর্থনীতি- ০৩
প্রাথমিক শিক্ষা- ০৭
ইংরেজি- ০৩
ভূগোল- ০৬
হিন্দি- ০৪
ইতিহাস- ০৫
গণিত- ০৫
দর্শন- ০১
শারীরিক শিক্ষা- ০১
পদার্থবিদ্যা- ১২
রাষ্ট্রবিজ্ঞান- ০৩
সংস্কৃত- ০১
সমাজবিজ্ঞান- ০৪
প্রাণিবিদ্যা- ০৫
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নির্দিষ্ট ও প্রয়োজনীয় তথ্য পেতে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে।
বেতন: অ্যাকাডেমিক লেভেল ১০ অনুযায়ী ৫৭,৭০০ টাকা বেতন মিলবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে এখানে ক্লিক করুন।