
ভাতা বৃদ্ধি, বকেয়া ইনসেন্টিভের দাবি সহ একাধিক ইস্যুতে সাম্প্রতিককালে দফায় দফায় রাস্তায় নেমেছেন আশা কর্মীরা। এরইমধ্যে শোনা গেল প্রচুর আশা কর্মী নেওয়া হবে হুগলিতে। ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি সামনে এসেছে। আগ্রহী প্রার্থীরা ১৫-অক্টোবরের মধ্য়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অফলাইনে। পশ্চিমবঙ্গ সরকারের হুগলির জন্য যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেখানে এই নতুন প্রক্রিয়ার বিশদ বিবরণ দেওয়া হয়েছে।
কোথায় দেখা যাবে সম্পূর্ণ নোটিস?
পুরো নোটিস দেখার জন্য যেতে পারেন www.hooghly.nic.in ওয়েবসাইটে। সেখানে নোটিস সেকশনের মধ্যে কোন কোন ব্লকে কত সংখ্য়ায় আশা কর্মী নেওয়া হচ্ছে তার বিশদ বিবরণ রয়েছে। একইসঙ্গে গোটা প্রক্রিয়া সম্পর্কেও বিশদে বলা আছে।
কীভাবে করা যাবে আবেদন?
সরকারি বিজ্ঞপ্তি বলছে ব্লক ভিত্তিতে চলবে গোটা নিয়োগ প্রক্রিয়া। আবেদনও করা যাবে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে। তবে আবেদনের ফর্ম ইতিমধ্য়েই সামনে এসেছে। ব্লক ভিত্তিক যে নোটিস সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়েছে তার সঙ্গেই দেওয়া হয়েছে ফর্ম।
কারা করতে পারবেন আবেদন?