Asha Worker Recruitment: রাজ্যের জেলায় আশাকর্মী পদে নিয়োগ, মহিলাদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ
recruitment 2022: এরমধ্যেই মহিলাদের কর্মসংস্থানের সুযোগ দিতে রাজ্যের একাধিক জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বেশ কিছুদিন ধরেই করোনার কারণে বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরেও থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। সংক্রমণ কমতেই বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরমধ্যেই মহিলাদের কর্মসংস্থানের সুযোগ দিতে রাজ্যের একাধিক জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আরও একটি জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার নদীয়া জেলার করিমপুর-১ ব্লকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত জেনে নিন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করা যাবে তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
বয়স: আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণের পর প্রয়োজনীয় নথি যুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: করিমপুর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে আবেদনপত্র করা যাবে।
প্রয়োজনীয় নথি: ১) ঠিকানার প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৩) প্রার্থীর বয়সের প্রমাণপত্র ৪) প্রার্থীয় জাতিগত শংসাপত্র ৫) সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৬) ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি ৭) বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং বিবাহ বিচ্ছিন্না হলে তাঁর শংসাপত্র।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।