রাজ্যে নতুন করে আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। মহিলা চাকরি প্রার্থীদের জন্য নিঃসন্দেহে খুশির খবর। জাতীয় স্বাস্থ্য় মিশনের অধীনের রাজ্যে সরকারের তরফে চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ করলেই করা যাবে আবেদন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
পদের নাম:
আশা কর্মী (Asha Workers) পদে নিয়োগ করা হচ্ছে
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ২৩ টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৪ টি জয়পুর ব্লকে, ৭ টি ঝালদা ১ নং ব্লক, ৬ টি ঝালদা ২ নং ব্লকে এবং ৬ টি বাগমুন্ডি ব্লকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে আগ্রহী প্রার্থীদের।
অন্যান্য যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। এছাড়া বিবাহিত/বিধবা/আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে সেইসব মহিলাই এই পদে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী তফসিলি জাতি বা উপজাতি প্রার্থীরা ২২ থেকে ৪০ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি:
অফলাইনেই করতে হবে আবেদন। আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ তা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
The Block Development Officer, ___________ Development Block. At ______ BDO Office, At _________ P.O____ P.S____, Dist: Purulia (W.B) Pin-_____
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:
২০২৩ সালের ২০ মার্চের মধ্যে করতে হবে আবেদন।
এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন