রাজ্যে মহিলাদের স্বনির্ভর হওয়ার নতুন সুযোগ এনে দিল রাজ্য সরকার। রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য়ের জেলার অন্তর্গত ভিন্ন ভিন্ন সাব-ডিভিশনে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
আশা কর্মী (Asha Worker)
মোট শূন্যপদ :
মোট ১৮৬ টি পদে আশাকর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ব্যারাকপুর সাব ডিভিশনে ৩০ টি শূন্যপদে, বসিরহাট সাব ডিভিশনে ৭২ টি পদে, বনগাঁও সাব ডিভিশনে ২৫ টি পদে ও বারাসত সাব ডিভিশনে ৫৯ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য কমপক্ষে মাধ্যমিক পাস করতেই হবে।
অন্যান্য যোগ্যতা :
মহিলারাই একমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা :
১৫ জুলাই অনুযায়ী আবেদনকারীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি :
অফলাইনেই করা যাবে আবেদন। বিভিন্ন সাব ডিভিশনের জন্য আলাদা আলাদা আবেদনপত্র রয়েছে। প্রত্যেক সাব ডিভিশনের ব্লক অফিসের ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর নমুনা :
The Block Development Officer, ___ Development Block, At ____ B.D.O office, At ____ P.O- _____ P.S- _____ Dist- North 24 Parganas, Pin- _____।
গুরুত্বপূর্ণ নথিপত্র :
জন্মতারিখের শংসাপত্র
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হওয়ার শংসাপত্র
জাতি শংসাপত্র
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র
দুই কপি পাসপোর্ট সাইজ়ের ছবি
বারাসত সাব ডিভিশনের জন্য আবেদনপত্র – ক্লিক করুন
বনগাঁও সাব ডিভিশনের জন্য আবেদনপত্র – ক্লিক করুন
বসিরহাট সাব ডিভিশনের জন্য আবেদনপত্র – ক্লিক করুন
ব্যারাকপুর সাব ডিভিশনের জন্য আবেদনপত্র – ক্লিক করুন