
নয়া দিল্লি: দুই বছরের বিএড কোর্স আর নয়। আরসিআই দুই বছরের বিএড কোর্সকে স্বীকৃতি দেবে না। ভারতের পুনর্বাসন পরিষদও এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এখন দুই বছরের বিএডের পরিবর্তে চার বছরের স্পেশাল বিএড কোর্স স্বীকৃত হবে। এই কোর্সটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। নতুন শিক্ষানীতির আওতায় চার বছরের বিশেষ বিএড কোর্স চালু করা হবে।
রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) সম্প্রতি একটি সার্কুলার জারি করেছে। যেখানে বলা হয়েছে, দুই বছরের B.Ed বিশেষ শিক্ষা কোর্সের অনুমোদন বন্ধ করা হচ্ছে। জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদের সমন্বিত BA-B.Ed প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে একটি নতুন প্রশিক্ষণ প্রোগ্রাম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে NCTE।
রিপোর্ট অনুসারে, RCI দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিক্ষকদের দক্ষতা বিকাশের জন্য, NCTE NEP-এর অধীনে একটি সমন্বিত শিক্ষক শিক্ষা প্রোগ্রাম শুরু করেছে, B.Ed এর সময়কাল দু বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। এনসিটিই-র সঙ্গে সামঞ্জস্য রেখে শীঘ্রই একটি নতুন প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা হবে।
সিলেবাস প্রস্তুত করা হচ্ছে
NCTE নতুন চার বছরের বিশেষ B.Ed-এর জন্য সিলেবাস তৈরি করছে। সব শিশুর চাহিদার কথা মাথায় রেখে পাঠ্যক্রম তৈরি করা হবে, যা হবে নতুন শিক্ষানীতি অনুযায়ী। বিশেষ B.Ed কোর্সে বিশেষভাবে সক্ষম শিশুদের শেখানোর জন্য প্রশিক্ষক দেওয়া হয়। দ্বাদশ পাশ প্রার্থীরা এসব কোর্সে ভর্তি হতে পারবেন।