BOB recruitment 2022: Bank Of India-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কীভাবে আবেদন করবেন জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 20, 2022 | 9:00 AM

Bank of Baroda: সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্ক অব বরোদার অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.in -এ গিয়ে আবেদন করতে হবে।

BOB recruitment 2022: Bank Of India-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কীভাবে আবেদন করবেন জেনে নিন...
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ঘোষণা করল ব্যাঙ্ক অব বরোদা। তথ্য প্রযুক্তির পেশাদারদের জন্য ব্যাঙ্কের ইনফরমেশন টেকনোলজি বিভাগে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্ক অব বরোদার অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.in -এ গিয়ে আবেদন করতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৯ নভেম্বর অবধি এই পদের জন্য আবেদন করা যাবে। সব মিলিয়ে মোট ৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বিস্তারিত শূন্যপদ

সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স লিড: ২

গুণমান নিশ্চিত ইঞ্জিনিয়ার: ২

জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার: ৫

সিনিয়র ডেভেলপার -ফুল স্ট্যাক জাভা: ১৬

ডেভেলপার- ফুল স্ট্যাক জাভা: ১৩

ডেভেলপার – সম্পূর্ণ স্ট্যাক .NET এবং JAVA: ৬

সিনিয়র ডেভেলপার – মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট: ৪

ডেভেলপার – মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশ: ৬

সিনিয়র UI/UX ডিজাইনার: ১

UI/UX ডিজাইনার: ১

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে বি.ই বা বি.টেক ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে।

আবেদন ফি: সাধারণ ও ইডাব্লুএস প্রার্থীদের জন্য ৬০০ টাকা, ওবিসি প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি লাগবে। অন্যান্য সংরক্ষিত ও মহিলাদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি

প্রথমেই ব্যাঙ্ক অব বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।

হোমপেজে “Current Opportunities”-এ ক্লিক করতে হবে।

এবার সংশ্লিষ্ট পোস্টে “Apply Now”-তে ক্লিক করতে হবে।

যাবতীয় তথ্য পূরণ করার পর আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রেখে দিতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article