গোটা দেশে অসংখ্য চাকরিপ্রার্থী হন্যে হয়ে একটি চাকরির খুঁজছেন। এই অবস্থায় বেকার যুবক যুবতীদের সুখবর দিল ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited) বা বেল। ট্রেনি ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ করবে ভারত সরকার অধীনস্থ এই সংস্থা। এই পদে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা বেলের অফিসিয়াল ওয়েবসাইট bel-india.in থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এইপদে আবেদনের শেষ তারিখ ২৩ নভেম্বর। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ১১১টি পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক…
মোট শূন্যপদ
ট্রেনি ইঞ্জিনিয়ার-১: ৩৩টি পদ
প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১: ৩৯টি পদ
ট্রেনি ইঞ্জিনিয়ার-১: ১৭টি পদ
প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১: ২২টি পদ
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সহ অন্যান্য তথ্য জানার জন্য বেল ইন্ডিয়া প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে প্রত্যেক পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সবিস্তারে দেওয়া রয়েছে।
নিয়োগ পদ্ধতি
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক প্রার্থী বাছাই হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। বেঙ্গালুরুতে হবে লিখিত পরীক্ষা।
আবেদন ফি
ট্রেনি ইঞ্জিনিয়ার: সাধারণ, ইডাব্লুএস ও ওবিসি প্রার্থীদেরকে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ১৫০ টাকা + ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: সাধারণ, ইডাব্লুএস ও ওবিসি প্রার্থীদেরকে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৪০০ টাকা + ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।