BEML Recruitment: ভারত আর্থ মুভার্স লিমিটেডে ট্রেনি পদে নিয়োগ, চলছে আবেদন

মেকানিক্যাল স্ট্রিমে ৫২ জন, ইলেক্ট্রিক্যাল স্ট্রিমে ২৭ জন, সিভিল স্ট্রিমে ৭ জন, মেকানিস্ট আইটিআই ট্রেনি এবং টার্নার হিসাবে ১৬ জন এবং স্টাফ নার্স হিসাবে ১ জনকে নিয়োগ করা হবে। এই সব পদের জন্য সংশ্লিষ্ট বিভাগে আইটিআই পাশ করতে হবে। এবং সেই ডিগ্রিতে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

BEML Recruitment: ভারত আর্থ মুভার্স লিমিটেডে ট্রেনি পদে নিয়োগ, চলছে আবেদন

| Edited By: অংশুমান গোস্বামী

Oct 03, 2023 | 6:20 AM

নয়াদিল্লি: ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) বিভিন্ন ট্রেডে একাধিক জনকে নিয়োগ করবে। ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১১৯ জনকে ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে।

এর মধ্যে মেকানিক্যাল স্ট্রিমে ৫২ জন, ইলেক্ট্রিক্যাল স্ট্রিমে ২৭ জন, সিভিল স্ট্রিমে ৭ জন, মেকানিস্ট আইটিআই ট্রেনি এবং টার্নার হিসাবে ১৬ জন এবং স্টাফ নার্স হিসাবে ১ জনকে নিয়োগ করা হবে। এই সব পদের জন্য সংশ্লিষ্ট বিভাগে আইটিআই পাশ করতে হবে। এবং সেই ডিগ্রিতে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

এই সব পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তার পর কম্পিউটার বেস়ড পরীক্ষা নেওয়া হবে। কলকাতা, দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে পরীক্ষা নেওয়া হবে। কবে পরীক্ষা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। এই পদগুলির জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। তা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।