কলকাতা: গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান অ্যান্ড ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেড (BHEL বা ভেল)। এই তিন ধরনের পদে মোট ৬৮০ জনকে নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী এই নিয়োগ করা হবে। যাঁরা আবেদনে ইচ্ছুক তাঁদের অনলাইনে আবেদন করতে হবে। তিপুচিরাপল্লীতে অবস্থিত ভেলের সাইটে এই অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ বিস্তারিত তথ্য উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ১৭৯ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করা বাধ্যতামূলক। সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যালের মতো বিষয়ে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
ট্রেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট থাকায় ডিপ্লোমা পাশ করতে হবে। ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়সের মধ্যে আবেদন করা যাবে এই পদে। বিভিন্ন শাখায় মোট ১০৩ জনকে নিয়োগ করা হবে। অন্য দিকে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে মোট ৩৯৮ জনকে নিয়োগ করা হবে। ট্রেড অ্যাপেন্টিসের যে সব শাখায় নিয়োগ করা হবে, সেই সব শাখায় আইটিআই পাশ করতে হবে।
শংসাপত্র যাচাই, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই সব পদে নিয়োগ করা হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে এই সব পদের জন্য নিয়োগ করা হবে। ১৭ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে নীচের তিনটি লিঙ্কে ক্লিক করুন। গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান, ট্রেড।