কলকাতা: করোনা ফাঁড়া কাটিয়ে ফের ঘুরে দাড়চ্ছে দেশীয় অর্থনীতি। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। এমতাবস্থায় এবার সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে দিচ্ছে নতুন কাজের সুযোগ। রায়পুর শাখায় হবে নতুন নিয়োগ। ইতিমধ্যেই রেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। secr.indianrailways.gov.in সাইটে গেলে মিলবে বিশদ বিবরণ। রায়পুর শাখায় ও ওয়াগন মেরামত ডিভিশনে ১০৩৩ শিক্ষানবিশ পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে।
কোন কোন পদে নিয়োগ ?
ওয়েল্ডার, টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার (ইংরেজি), স্টেনোগ্রাফার (হিন্দি), কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রাম সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, মেকানিক মেরামত এবং এয়ার কন্ডিশনার ওপারেটর, অটো ইলেকট্রিক্যাল ওপারেটর সহ একাধিক পদে নিয়োগ হতে চলেছে।
আবেদনের শেষ তারিখ কবে ?
রেলের তরফে জানানো হয়েছে আগামী ২৪ মে পর্যন্ত apprenticeshipindia.gov.in সাইটে দিয়ে আবেদন করতে পারেন।
বেতন কত?
নির্বাচিত প্রার্থীরা কাজে বহাল হওয়ার পর তাদের ১ বছরের ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ছত্তিসগঢ় সরকারের বেতন কাঠামো অনুযায়ী তাঁদের ভাতা দেওয়া হবে।
যোগ্যতা
এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের মাধ্যমিক পাশের শংসাপত্র থাকা বাধ্যতামূলক। একইসঙ্গে দশম শ্রেণির পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বরও থাকতে হবে আবেদন করতে গেলে। পাশাপাশি প্রার্থীরা যে শাখায় আবেদন করবেন তাদের অবশ্যই সংশ্লিষ্ট শাখায় আইটিআই ডিগ্রি থাকা আবশ্যক।
কী ভাবে হবে নির্বাচন প্রক্রিয়া ?
মাধ্যমিক ও আইটিআই পরীক্ষার নম্বরের যোগফলের উপর গড় করেই তৈরি হবে মেরিট লিস্ট।
বয়সসীমা
১৫ থেকে ১৪ বছরের মধ্যে থাকা প্রার্থীরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।