SSC-তে বড় নিয়োগ, রয়েছে মোটা বেতনের চাকরি! পরীক্ষা অক্টোবরে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 11, 2022 | 8:00 AM

Staff Selection Commission: ৮ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তি জারি স্টাফ সিলেকশন কমিশনের।

SSC-তে বড় নিয়োগ, রয়েছে মোটা বেতনের চাকরি! পরীক্ষা অক্টোবরে

Follow Us

কলকাতা: করোনা মন্দা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে গোটা দেশ। কমছে বেকারত্বের (Unemployment) হার। এরইমধ্যে স্টাফ সিলেকসন কমিশন (Staff Selection Commission) দিচ্ছে বড় চাকরির খোঁজ। উচ্চমাধ্যমিক পাশ করলেই করা যাবে আবেদন। ৮ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। স্টাফ সিলেকসন কমিশনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে কনস্টেবল (ড্রাইভার) পদে হবে নিয়োগ। কর্মস্থল হবে দিল্লি। 

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি-র তরফে জারি করা বিবৃতি সাফ বলা হয়েছে উচ্চমাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন। একইসঙ্গে ভারী যান চালনোর অভিজ্ঞতা থাকতে হবে। থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স। একইসঙ্গে যান রক্ষানাবেক্ষণের অভিজ্ঞাতাও থাকতে হবে।   

বয়সসীমা

আবেদনের ক্ষেত্রের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। হতে হবে ভারতীয় নাগরিক।

আবেদনের খরচ কত ?

জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ১০০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির আবেদনকারীদের আবেদনের জন্য কোনও অর্থই দিতে হবে না। 

কীভাবে হবে নির্বাচন প্রক্রিয়া?

প্রথমে একটি অনলাইন অবজেকটিভ টেস্ট। তারপর হবে শারীরিক পরীক্ষা। শেষে হবে ট্রেড টেস্ট। পরীক্ষা হবে অক্টোবর মাসে।

মোট কতগুলি শূন্য পদ?

স্টাফ সিলেকসন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে মোট ১৪১১টি পদে হবে নিয়োগ প্রক্রিয়া। তবে নেওয়া হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদেরই। 

বেতন কত?

চাকরিতে যোগ দেওয়ার পর যোগ্যতা অনুযায়ী বেতন হতে পারে ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা।

Next Article