
এবার ব্যাঙ্ক অব বরোদাতে শুরু হবে নিয়োগ। ব্যাঙ্ক অফ বরোদা (BoB) স্থানীয় ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণও শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা bankofbaroda.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন জমার শেষ তারিখ ২৪ জুলাই ২০২৫। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২,৫০০টি পদ পূরণ করা হবে। কোন রাজ্যে কত শূন্য পদ? কীভাবে করবেন আবেদন? জানুন সবটা।
রাজ্যভিত্তিক শূন্যপদ –
গোয়া: ১৫টি
গুজরাট: ১১৬০টি
জম্মু ও কাশ্মীর: ১০টি
কর্ণাটক: ৪৫০টি
কেরল: ৫০টি
মহারাষ্ট্র: ৪৮৫টি
ওড়িশা: ৬০টি
পঞ্জাব: ৫০টি
সিকিম: ৩টি
তামিলনাড়ু: ৬০টি
পশ্চিমবঙ্গ: ৫০টি
অরুণাচল প্রদেশ: ৬টি
অসম: ৬৪টি
মণিপুর: ১২টি
মেঘালয়: ৭টি
মিজোরাম: ৪টি
নাগাল্যান্ড: ৮টি
ত্রিপুরা: ৬টি
যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) ডিগ্রি থাকতে হবে। ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (IDD)-ও গ্রহণযোগ্য।
অভিজ্ঞতা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বিতীয় তালিকাভুক্ত যে কোনও নির্ধারিত কমার্শিয়াল ব্যাঙ্ক অথবা আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার হিসেবে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অনান্য যোগ্যতা
১। যে রাজ্যের জন্য আবেদন করছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়া, লেখা, কথা বলা এবং বুঝতে পারা আবশ্যক।
২। ২১ থেকে ৩০ বছর প্রার্থীরা আবেদন জানাতে পারবেন(রিজার্ভ শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য)।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে হবে অনলাইন পরীক্ষা। তারপর হবে সাইকোমেট্রিক টেস্ট অথবা অন্যান্য উপযুক্ত পরীক্ষা। শেষে গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউ কিংবা দুটোই হতে পারে। শুধুমাত্র অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এই পরবর্তী পর্যায়ের জন্য যোগ্য।
কীভাবে আবেদন করবেন?
১. অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://www.bankofbaroda.in
২. ‘Careers’ সেকশনে ক্লিক করুন
৩. RECRUITMENT OF LOCAL BANK OFFICERS (LBOs) ON REGULAR BASIS IN BANK OF BARODA BOB/HRM/REC/ADVT/2025/05 বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
৪. Apply Now ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে
৫. নিজের প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্টার করুন
৬. রেজিস্ট্রেশনের পর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন
৭. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফি প্রদান করে আবেদনপত্র জমা দিন
৮. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের প্রিন্ট কপি রেখে দিন
আবেদন ফি
জেনারেল / EWS / OBC প্রার্থীদের খরচ ৮৫০টাকা (GST ও ট্রান্স্যাকশন চার্জসহ)।
SC / ST / PWD / প্রাক্তন সেনা / মহিলা প্রার্থীদের জন্য ১৭৫ টাকা (শুধুমাত্র ইনটিমেশন চার্জ + ট্রান্স্যাকশন চার্জ)।