CCI recruitment 2022: কেন্দ্রীয় সংস্থায় প্রচুর চাকরি! ইঞ্জিনিয়ার, অফিসার সহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ রয়েছে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 21, 2022 | 8:58 PM

Cement Corporation of India: চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া। ইঞ্জিনিয়ার অফিসার ও অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা।

CCI recruitment 2022: কেন্দ্রীয় সংস্থায় প্রচুর চাকরি! ইঞ্জিনিয়ার, অফিসার সহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ রয়েছে
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: গোটা দেশে শিক্ষিত বেকার যুবতীদের একটাই চাহিদা, একটি সম্মানজনক চাকরি। বর্তমান বাজারে দীর্ঘদিন ধরে খোঁজ করলেও সহজে সম্মানজনক চাকরি মেলে না। করোনা অতিমারির পরেও বেসরকারি চাকরি ক্ষেত্রে ভাটা চলছে। প্রচুর মানুষের অন্ন সংস্থানের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল করোনা, বিভিন্ন বেসরকারি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হয়েছিল। সরকারি চাকরি জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কারণ, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছিল না। চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া। ইঞ্জিনিয়ার অফিসার ও অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারখি ৩১ জুন। আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইট www.cciltd.in এ যেতে হবে। এক নজরে বিস্তারিত জেনে নেওয়া যাক…

 

বিস্তারিত শূন্যপদ: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থায় মোট ৪৬ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ২৭ পদ ইঞ্জিনিয়ারদের জন্য এবং ১৭ টি অফিসার পদের শূন্যপদ খালি রয়েছে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট পদে ১ টি করে শূন্যপদ রয়েছে। চুক্তিভিত্তিতে যাবতীয় নিয়োগ হবে।

আবেদন ফি: সাধারণ, ওবিসি এবং ইডাব্লুএস শ্রেণির প্রার্থীদের এই পদগুলিতে আবেদনের জন্য ১০০ টা দিকতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আবদেন পদ্ধতি: আবেদনকারীরা সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউললোড করে তা যথাযথভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: Manager (HR), Cement Corporation of India, Post Box No: 3061, Lodhi road Post Office, New Delhi: 110003

শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিস্তারিত তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন।

Next Article