নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে চান? তবে দারুণ সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক। কেন্দ্রীয় সংস্থার অধীনে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে কর্মী নিয়োগ করা হবে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের অধীনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্য়েই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদন পাঠানোর শেষ তারিখ ১০ অক্টোবর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cpcb.nic.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, মোট ৭৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কনসাল্টেন্ট পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা হতে পারে।
বিভিন্ন কনসাল্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীদের এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভারমেন্টাল টেকনোলজি, এনভারমেন্টাল সায়েন্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও তাদের এই ফিল্ডে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৬৫ বছর।
এই শূন্যপদে আবেদনের জন্য কোনও আবেদন ফি জমা দিতে হবে না।