Teacher Recruitment: চিত্তরঞ্জনে রেলের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে। ২২, ২৩ এবং ২৪ নভেম্বর সেই ইন্টারভিউ হবে। চিত্তরঞ্জন লোকোমোটিভের স্কুলেই হবে ইন্টারভিউ। সকাল ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউয়ের সময়ই আবেদনকারীর সমস্ত নথি যাচাই করা হবে।

Teacher Recruitment: চিত্তরঞ্জনে রেলের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ
প্রতীকী ছবি Image Credit source: Facebook

| Edited By: অংশুমান গোস্বামী

Nov 07, 2023 | 7:45 AM

চিত্তরঞ্জন: রেলের স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন লোকোমোটিভ এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চিত্তরঞ্জনে রেলের এই কারখানায় রয়েছে স্কুলে। সেখানেই করা হবে শিক্ষক নিয়োগ। তবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এর জন্য প্রতি মাসে নির্দিষ্ট বেতন দেওয়া হবে। বিভিন্ন বিষয় মিলিয়ে মোট ১৯ জনকে নিয়োগ করা হবে।

পদার্থবিদ্যার জন্য ২ জন, বাংলা ভাষার জন্য ১ জন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য ১ জন, ইংরেজি ভাষার জন্য ২ জন, হিন্দি ভাষার জন্য ৩ জন, ইতিহাসের জন্য ২ জন, গণিতের জন্য ১ জন, অর্থনীতির জন্য ২ জন, কমার্সের জন্য ১ জন, শারীরবিদ্যার জন্য ১জন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য ৩ জন শিক্ষককে নিয়োগ করা হবে। আবেদনকারীদের এই সংশিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। এবং অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এর পাশাপাশি বি.এড পাশ করা বাধ্যতামূলক।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে। ২২, ২৩ এবং ২৪ নভেম্বর সেই ইন্টারভিউ হবে। চিত্তরঞ্জন লোকোমোটিভের স্কুলেই হবে ইন্টারভিউ। সকাল ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউয়ের সময়ই আবেদনকারীর সমস্ত নথি যাচাই করা হবে।