কলকাতা: রাজ্যে কর্মসংস্থানের দারুণ সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের তরফে জানানো হয়েছে, এলডিসি ও ল্যাব টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। গত ২৯ এপ্রিল থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২৮ মে।
পদ- লোয়ার ডিভিশন ক্লার্ক ও ল্য়াব টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ-
লোয়ার ডিভিশন ক্লার্ক- মোট ১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ল্যাবরেটরি টেকনিশিয়ান- মোট ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ-
গত ২৯ এপ্রিল থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ২৮ মে।
শিক্ষাগত যোগ্যতা-
যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করবেন, তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এছাড়া আবেদনকারীকে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে জানতে হবে।
ল্যাবরেটরি টেকনিশিয়ান-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে এবং ন্য়ূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।