CNCI Recruitment 2023: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটে কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 05, 2023 | 7:07 AM

CNCI Recruitment 2023: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সিএনসিআই কলকাতার তরফে স্পেশালিস্ট গ্রেড-১, গ্রেড-২, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

CNCI Recruitment 2023: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটে কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: রাজ্যে চাকরির সুবর্ণ সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সিএনসিআই কলকাতার তরফে স্পেশালিস্ট গ্রেড-১, গ্রেড-২, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৩ নভেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি সিএনসিআই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cnci.ac.in- এ গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন।

শূন্যপদ-

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের তরফে জানানো হয়েছে, মোট ৩১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে

৭টি পদ স্পেশালিস্ট গ্রেড-১

১৫টি পদ স্পেশালিস্ট গ্রেড-২

৮টি পদ জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ও

১টি পদ অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিক্য়াল অফিসার পদে নিয়োগ করা হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য় আবেদনকারীদের ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন?

আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হল-

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউট, ৩৭, এসপি মুখার্জি রোড, কলকাতা- ৭০০০২৬।

Next Article