Coal India Recruitment 2023: কোল ইন্ডিয়ায় একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, শীঘ্রই আবেদন করুন
Coal India Limited: বিভিন্ন ক্ষেত্রে ম্যানেজমেন্ট ট্রেনির একাধিক পদে নিয়োগ করবে কোল ইন্ডিয়া। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।
নয়া দিল্লি: একাধিক পদে কর্মী নিয়োগ করবে কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited)। বিভিন্ন ক্ষেত্রে ম্যানেজমেন্ট ট্রেনির একাধিক পদে নিয়োগ করবে কোল ইন্ডিয়া। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ অক্টোবর, ২০২৩ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট coalindia.in-এ গিয়ে আবেদন করতে পারেন।
শূন্যপদের বিবরণ
কোল ইন্ডিয়া মাইনিং, সিভিল এবং জিওলজি বিষয়ে মোট ৫৬০টি শূন্যপদে নিয়োগ করবে। যার মধ্যে মাইনিংয়ে ৩৫১টি পদ , সিভিলে ১৭২টি পদ, এবং জিওলজি বিভাগে ৩৭টি পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা
কোল ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি, এসটি প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট বিভাগে B.Tech, MSc বা M.Tech পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি
সাধারণ এবং ওবিসি প্রার্থীদের এই শূন্যপদে আবেদনের ফি দিতে হবে। আবেদন ফি ১,১৮০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে প্রার্থীকে কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট coalindia.in-এ যেতে হবে। ২) ওয়েবসাইটে যাওয়ার পরে, Coal India Recruitment-এ ক্লিক করুন। ৩) পরবর্তী পৃষ্ঠায় সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। ৪) অনলাইন মোডে নির্ধারিত ফি পরিশোধ করুন ৫) তারপর এই ফর্মটি ডাউনলোড করুন এবং এর প্রিন্ট আউট নিন এবং আপনার কাছে রাখুন।