কলকাতা: বর্তমান বাজারে চাকরির আকালের কারণে বিস্তর সমস্যার মুখোমুখি চাকরি প্রার্থীরা। করোনা পরবর্তী সময়ে অনেকেই নিজের চাকরি হারিয়েছেন। চাকরির বাজার অনেকটাই নিম্নমুখী। অনেক চাকরি প্রার্থী সরকারি চাকরির প্রস্তুতি নিলেও সঠিক সময়ে নিয়োগ না হওয়ার বিস্তর অভাব অভিযোগ উঠেছে। যেসব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে সম্মানজনক চাকরির খোঁজ করছিলেন, তাদের জন্য বড় সুযোগ। জুনিয়র শিপ ড্রাফটসম্যান, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ করবে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। মোট ২৬১ টি পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই এই পদগুলিতে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ৬ জুন। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদে নিয়োগ করা যাবে। আবেদন করতে cochinshipyard.in ওয়েবসাইট দেখুন।
বয়সসীমা: এই পদে আবেদনকারীদের ৬ জুন ২০২২ এর হিসেব ৩৫ বছর বয়স হতে হবে।
আবেদন ফি: এই পদগুলিতে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের অনলাইন পেমেন্টের মাধ্যমে ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
কী ভাবে আবেদন করবেন?
১. প্রথমেই cochinshipyard.in ওয়েবসাইটে যেতে হবে।
২. ওয়েবসাইটে ঢুকে Career লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. নাম নথিভুক্ত করে Proceed -এ ক্লিক করুন।
৪. এবার প্রয়োজনীয় যাবতীয় তথ্য আপলোড করুন।
৫. আবেদন ফি জমা দিন এবংং আবেদনপত্র জমা দিয়ে আবেদনের প্রিন্ট আউট নিয়ে রাখুন
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।