University of Delhi: উচ্চ মাধ্যমিকের পরে দিল্লি বিশ্ব বিদ্যালয়ে পড়ার ইচ্ছে? রইল আবেদন করার খুঁটিনাটি

University of Delhi: দিল্লি বিশ্ববিদ্যালয়ে CUET প্রবেশিকা পরীক্ষার স্নাতক কাটঅফের ভিত্তিতে আবেদন করা হয়। এই পরীক্ষা ৮ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফলাফল প্রকাশের পরই দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

University of Delhi: উচ্চ মাধ্যমিকের পরে দিল্লি বিশ্ব বিদ্যালয়ে পড়ার ইচ্ছে? রইল আবেদন করার খুঁটিনাটি

May 12, 2025 | 5:01 PM

শুরু হতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি নির্দেশিকাও জারি করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তির নিয়ম ব্যাখ্যা করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা কোনও ধরণের সমস্যার সম্মুখীন না হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে CUET (Common University Entrance Test)-এর স্কোরের ভিত্তিতে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে, স্কুল অফ ওপেন লার্নিং এবং NCWEB এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া ভিন্ন হবে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে CUET প্রবেশিকা পরীক্ষার স্নাতক কাটঅফের ভিত্তিতে আবেদন করা হয়। এই পরীক্ষা ৮ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফলাফল প্রকাশের পরই দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শুধুমাত্র CUET কাটঅফের ভিত্তিতে, শিক্ষার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের কমন সিট অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য, বিশ্ববিদ্যালয় কর্তৃক শীঘ্রই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হতে পারে।

ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া –

১। CUET ইউজি পরীক্ষা – দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই বছর এই পরীক্ষা হবে ৮ মে থেকে ১ জুনের মধ্যে। ফলাফল প্রকাশের পরেই পরবর্তী প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

২। CSAS-এ রেজিস্ট্রিশন – এই পরীক্ষায় সফল হলে DU-এর CSAS UG পোর্টালে নিবন্ধন করতে হবে। এতে পছন্দের কলেজ নির্বাচন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীূ নথি দেখাতে হবে।

৩। চয়েস ফিলিং – পোর্টালে রেজিস্ট্রেশনের পর, আপনাকে চয়েস ফিলিং করতে হবে। পছন্দের কলেজ এবং কোর্স বেছে নিতে হবে। এর পরে, সমস্ত কলেজ এবং কোর্সের তালিকা দেখতে পাবেন। সেখানে আসন লক করতে হবে।

৪। আসন বরাদ্দ – CUET-তে প্রাপ্ত নম্বর এবং নির্বাচিত কলেজ এবং কোর্সের উপর ভিত্তি করে শুধুমাত্র CSAS UG-এর মাধ্যমে শিক্ষার্থীদের আসন বরাদ্দ করা হবে।

৫। ভর্তি প্রক্রিয়া – আসন বরাদ্দের পর, শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফি জমা দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, CUET-এর স্কোর ছাড়াও, দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে ৪৫% নম্বর থাকা বাধ্যতামূলক। কিছু কোর্স আছে যেখানে CUET ছাড়াই ভর্তি হওয়া যায়, যদিও কোর্সে অবশিষ্ট আসন অনুযায়ী এটি নির্ধারণ করা হয়। ভর্তির তারিখের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে।