মহিলা চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে আশাকর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র বিবাহিত, বিধবা অথাব বিবাহ বিচ্ছিন্না মহিলা চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। কোচবিহার জেলাতে সব মিলিয়ে আশাকর্মী পদে ৪৬ জনকে নিয়োগ করা হবে। ১২ সেপ্টেম্বর ২০২২ অবধি আবেদন করা যাবে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা-২, হলদিবাড়ি, দিনহাটা, দিনহাটা-২ এবং সিতাই ব্লকে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
বয়স: আবেদনকারীদের বয়স ২৬ অগস্ট ২০২২ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপসিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অফলাইনেই এই পদে আবেদন করা যাবে। স্বপ্রত্যয়িত পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য নথিপত্র যুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র ও প্রযোজনীয় যাবতীয় নথি একটি খামে ভরে তার মুখ বন্ধ করে ৫ টাকা পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিগুলি এক নজরে দেখে নিন