AIIMS Recruitment: দেশের বিভিন্ন AIIMS-এ ৩ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, কল্যাণীতেও রয়েছে একাধিক শূন্যপদ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 19, 2023 | 8:30 AM

এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের কপি বা শিক্ষাগত যোগ্যতার নথি কোনও ঠিকানায় পাঠানোর প্রয়োজন নেই। কম্পিউটার বেসড পরীক্ষা, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে এই নিয়োগ করা হবে। অনলাইনেই ফি জমা করতে হবে। সাধারণ ক্যাটেগরির পরীক্ষার্থীদের তিন হাজার টাকা ফি হিসাবে জমা দিতে হবে। এসসি, এসটিদের ২৪০০ টাকা ফি দিতে হবে।

AIIMS Recruitment: দেশের বিভিন্ন AIIMS-এ ৩ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, কল্যাণীতেও রয়েছে একাধিক শূন্যপদ
এমস কল্যাণী

Follow Us

নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)। চিকিৎসা এবং মেডিক্যাল পড়াশোনার প্রথম সারির এই সব প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। ৫০টির বেশি পদে এই নিয়োগ করা হবে। এমসের বিভিন্ন প্রতিষ্ঠানে এই সব পদের জন্য বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে। তবে সব প্রতিষ্ঠানের জন্যই কেন্দ্রীয় ভাবে এই পরীক্ষা হবে। এবং মোট ৩ হাজার ৩৬টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেখানে কোন প্রতিষ্ঠানে কোন পদের জন্য কত জনকে নিয়োগ করা হবে, তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা উল্লেখিত হয়েছে।

এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের কপি বা শিক্ষাগত যোগ্যতার নথি কোনও ঠিকানায় পাঠানোর প্রয়োজন নেই। কম্পিউটার বেসড পরীক্ষা, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে এই নিয়োগ করা হবে। অনলাইনেই ফি জমা করতে হবে। সাধারণ ক্যাটেগরির পরীক্ষার্থীদের তিন হাজার টাকা ফি হিসাবে জমা দিতে হবে। এসসি, এসটিদের ২৪০০ টাকা ফি দিতে হবে। ১৭ নভেম্বর থেকে এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিসিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার, অডিওলজিস্ট, স্পিচ থেরাপিস্ট, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার, ক্যাশিয়ার, ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অফিসার, ডায়েটিশিয়ান, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র হিন্দি ট্রানস্লেটর, জুনিয়র ফিজিওথেরাপিস্ট, জুনিয়র স্টোর অফিসার, জুনিয়র ওয়ার্ডেন, লিগাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, অ্যাকাউন্টস অফিসার, মেকানিক, মেডিক্যাল রেকর্ড অফিসার, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, মাল্টি টাস্কিং স্টাফ, ফিজিওথেরাপিস্ট, স্টেনোগ্রাফার-সহ একাধিক পদে এই নিয়োগ করা হবে। সমস্ত শূন্যপদের বিষয়ে জানতে এবং সেই সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালভাবে দেখুন। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি

Next Article
Calcutta University Recruitment 2023: ৪৫ হাজার টাকা বেতন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চলছে নিয়োগ
SAIL-এ বিপুল কর্মী নিয়োগ, এইভাবে করুন আবেদন