
নয়া দিল্লি: বছর শেষে চাকরির দারুণ সুযোগ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সিআরপিএফের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে সিআরপিএফের হাসপাতালে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সিআরপিএফের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগামী ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে এই ইন্টারভিউ নেওয়া হবে।
কম্পোসিট হাসপাতাল, সিআরপিএফ, জগদ্দলপুর
কম্পোসিট হাসপাতাল, সিআরপিএফ, গুয়াহাটি
কম্পোসিট হাসপাতাল, সিআরপিএফ, শ্রীনগর
কম্পোসিট হাসপাতাল, সিআরপিএফ, নাগপুর
কম্পোসিট হাসপাতাল, সিআরপিএফ, ভুবনেশ্বর
সিআরপিএফের তরফে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য এই শূন্যপদে নিয়োগ করা হবে। পরে পারফরম্যান্সের ভিত্তিতে আরও ২ বছর অবধি চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।
এই শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর ধার্য করা হয়েছে।
বাছাই করা প্রার্থীদের ছত্তীসগঢ়, অসম, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র ও ওড়িশায় সিআরপিএফের হাসপাতালে নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে বদলিও করা হতে পারে।
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন হবে ৭৫ হাজার টাকা।