CRPF Recruitment 2024: মাধ্যমিক পাশেই CRPF-এ চাকরি, এইভাবে করুন আবেদন

CRPF Recruitment 2024: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে চলছে কর্মী নিয়োগ। দশম শ্রেণি পাশ করলেই এই শূন্যপদে আবেদন করা যাবে। ১৬ জানুয়ারি থেকে এই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। 

CRPF Recruitment 2024: মাধ্যমিক পাশেই CRPF-এ চাকরি, এইভাবে করুন আবেদন
ফাইল চিত্রImage Credit source: Twitter

|

Jan 16, 2024 | 6:00 AM

নয়া দিল্লি: আপনি যদি চাকরি খোঁজেন, তবে আপনার সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে চলছে কর্মী নিয়োগ। দশম শ্রেণি পাশ করলেই এই শূন্যপদে আবেদন করা যাবে। ১৬ জানুয়ারি থেকে এই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।

সিআরপিএফের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কন্সটেবল পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১৬৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। স্পোর্টস কোটার অধীনে এই শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন-

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের ৬৯ হাজার টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্য়পদে আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বাধিক বয়স ২৩ বছর ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি-

ফিজিক্যাল স্টান্ডার্ড টেস্ট ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও মহিলা আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমেই সিআরপিএফের অফিশিয়াল ওয়েবসাইট rect.crpf.gov.in – এ ক্লিক করতে হবে।
  • এরপর হোমপেজে ভ্য়াকান্সি সেকশনে ক্লিক করতে হবে।
  • এবার আবেদন পত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি, ছবি ও সই আপলোড করতে হবে।
  • এরপরের ধাপে আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্র জমা পড়ে যাবে।