নয়া দিল্লি: কেন্দ্রীয় স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হল সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET)। এই পরীক্ষার দিন ঘোষিত হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) আয়োজিত এই পরীক্ষা চলতি মাসেই হবে। আগামী ২১ জানুয়ারি পরীক্ষার দিন ধার্য হয়েছে। । অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে ctet.nic.in ওয়েবসাইটে।
CBSE-র তরফে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি একসঙ্গে ১৩৫টি শহরে CTET পরীক্ষা হবে। আড়াই ঘণ্টার এই পরীক্ষা ওই দিনেই দু-দফায় নেওয়া হবে। প্রথম দফার পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে এবং দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে। মোট ২০টি ভাষায় CBT পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তাই পরীক্ষার আগে CTET-এর ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড আপলোড করে নেওয়া জরুরি। যদিও কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, তা এখনও জানানো হয়নি। তবে পরীক্ষার ৭-১০ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যেতে পারে।
এভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন
১) প্রথমে ctet.nic.in ওয়েবসাইটে যান।
২) এবার অ্যাডমিট কার্ড বা exam city slip ডাউনললোড লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর নাম, জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে।
৪) এরপর স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড।
৫) অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা গেলেই ডাউনলোড করতে হবে।
অ্যাডমিট কার্ডে কোনও ভুল রয়েছে কিনা খতিয়ে দেখে নেবেন। ভুল তথ্য থাকলে পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে। কোনও ভুল পেলে অবিলম্বে CBSE-কে জানাবেন।