রাজ্য়ের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। টেক সংস্থা উইপ্রো সাইবার সিকিউরিটি অ্য়ানালিস্ট পদে লোক নিচ্ছে। এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের স্নাতক পাশ করতেই হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা :
উইপ্রো (WIPRO)
নিয়োগস্থল:
ভারতের কোচি, কোয়েম্বাটুরের, বেঙ্গালুরুর জন্য নিয়োগ করা হচ্ছে
পদের নাম:
সাইবার সিকিউরিটি অ্য়ানালিস্ট (Cyber Security Analyst) পদে নিয়োগ করা হবে। তবে শূন্যপদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়নি।
বেতন:
এই পদে বার্ষিক ৪,৯০,০০০ টাকা পাবেন কর্মীরা।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং, বিজনেস ও অপারেশনসে স্নাতক হতে হবে প্রার্থীদের।
বয়সসীমা:
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। তবে আবেদনের ক্ষেত্রে কোনও উচ্চসীমা নেই।
নির্বাচন পদ্ধতি:
বয়স, নিয়োগস্থল, যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই তো হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সংস্থার তরফে কোনও খবর পাওয়ার জন্য ১ মাস অপেক্ষা করতে হবে।
আবেদন মূল্য:
কোনও ফি দিতে হবে না প্রার্থীদের
আবেদনের শেষ তারিখ:
২৮ মার্চ অবধি করা যাবে আবেদন।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন