কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। দামোদর ভ্যালি কর্পোরেশনের (Damodar Valley Corporation) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ডিভিসির তরফে জানানো হয়েছে, এগজেকিউটিভ ট্রেইনি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৯১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in-এ ক্লিক করে আবেদন জানাত পারেন।
দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে জানানো হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যাল, ইলেকট্রিকাল, সিভিল, আইটি শাখার স্নাতক উত্তীর্ণরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। আবেদনকারীদের গেট-২০২৩ পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বাসিন্দারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা ধার্য করা হয়েছে ২৯ বছর। তবে জনজাতি, উপজাতি, ওবিসিদের সরকারি নির্দেশিকা অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্য়তা-
আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে এবং গেট ২০২৩ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন-
এই শূন্য়পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা হবে।